বাংলাদেশ নারী ফুটবল দল _ অনূর্ধ্ব উনিশ নারী খেলোয়ার এবং কোচ

 

বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল : 

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারীর দল সাফ অনূর্ধ্ব উনিশ নারী টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে। বাংলাদেশ এই আসরে ২০ টি গোল করেছে সাথে ১০ জন খেলোয়াড় গোল করেছে। সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ ২৩ সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ বাফুফে।

বাংলাদেশ নারী খেলোয়ার :

১: মারিয়া মানদা
২: সামসুরনাহার সিনিয়র
৩: রূপনা চাকমা
৪: আনাই মোগিনী
৫: ইয়াসমিন আক্তার
৬: মারজিয়া
৭: মনিকা চাকমা
৮: ইয়াসমিন আক্তার
৯: ইতি রানি
১০: তহুরা খাতুন
১১: আফিদা খন্দকার
১২: সোহাগি কিস্কু
১৩: রিতু পর্না চাকমা
১৪ : নাসরিন আক্তার
১৫: রেহানা আক্তার
১৬: নিলুফা ইয়াসমিন
১৭: শাহাদা আক্তার
১৮: স্বপ্না রানী
১৯: সামসুরনাহার জুনিয়র
২০: হালিমা খাতুন
২১: আনুচিং মগিনী
২২: কোহাটি কিস্কু
২৩: উন্নতি খাতুন

কোচ হিসেবে রয়েছেন গোলাম রাব্বানী ছোটন।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url