থাকো, স্বর্গ, হাস্যমুখে- করো সুধাপান দেবগণ সারমর্ম
থাকো, স্বর্গ, হাস্যমুখে- করো সুধাপান দেবগণ! স্বর্গ তোমাদেরই সুখস্থান, মোরা পরবাসী । মর্ত্যভূমি স্বর্গ নহে, সে যে মাতৃভূমি— তাই তার চক্ষে বহে অশ্রুজলধারা, যদি দু দিনের পরে কেহ তারে ছেড়ে যায় দু দণ্ডের তরে । যত ক্ষুদ্র, যত ক্ষীণ, যত অভাজন, যত পাপীতাপী মেলি ব্যগ্র আলিঙ্গন সবারে কোমল বক্ষে বাঁধিবারে চায়— ধূলিমাখা তনুস্পর্শে হৃদয় জুড়ায় জননীর । স্বর্গে তব বহুক অমৃত,মর্ত্যে থাক সুখে-দুঃখে-অনন্ত-মিশ্রিত প্রেমধারা অশ্রুজলে চিরশ্যাম করি ভূতলের স্বর্গখণ্ডগুলি৷
সারমর্ম : স্বর্গ দেবতাদের জন্য সুখময় স্থান হলেও মানুষের কাছে মাটির পৃথিবীটাই অধিক প্রিয় । তাই পৃথিবীর মানুষ তার জন্মভূমিকে স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ মেনে হাজার সুখ-দুঃখের মাঝেও পরম শান্তিতে বাস করে ।
source: পুথিনিলয় বই
এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।