দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার সারমর্ম
দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার । যার তরে প্রাণ ব্যথা নাহি পায় কোন, তারে দণ্ড দান প্রবলের অত্যাচার । যে দণ্ড বেদনা পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না । যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,মহাঅপরাধী হবে তুমি তার কাছে ।
সারমর্ম : বিচারক যদি অপরাধীর প্রতি সহানুভূতিশীল হয়ে বিচার করেন, তবে সে বিচারই হয় শ্রেষ্ঠ বিচার । এরূপ বিচারের মাধ্যমে মানবিক আদর্শ প্রতিষ্ঠিত হয় এবং অপরাধীও তার নিজেকে সংশোধনের সুযোগ পায় ।
source: পুথিনিলয় বই
এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।