তোমারি ক্রোড়েতে মোর পিতামহগণ সারমর্ম
তোমারি ক্রোড়েতে মোর পিতামহগণ— নিদ্রিত আছেন সুখে জীবলীলা-শেষে । তাঁদের শোণিত, অস্থি সকলি এখন তোমারি দেহের সঙ্গে গিয়েছে মা মিশে, তোমার ধূলিতে গড়া এ দেহ আমার তোমার ধূলিতে কালে মিলাবে আবার ।
সারমর্ম: আমাদের পূর্বপুরুষেরা যেমন জীবন শেষে জন্মভূমির মাটিতে মিশে গেছেন তেমনই আমরাও একদিন জীবনান্তে জন্মভূমির মাটিতে মিশে যাবো। মাতৃভূমির মাটিতে গড়া মানুষ মাতৃভূমির কোলেই শেষ আশ্রয় লাভ।
source: পুথিনিলয় বই
এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © পুঁথি নিলয় বই প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত থেকে নেওয়া হয়েছে।