যুক্তিবিদ্যার প্রথম পত্র HSC , চতুর্থ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 


চতুর্থ অধ্যায় নাম বিধেয়ক:

বিধেয়কের প্রকৃতি

প্রশ্ন-১, বিধেয়ক কী?
উত্তর: বিধেয়ক (Predicables) হলো সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক।



প্রশ্ন-২. বিধেয়ক কত প্রকার?
উত্তর: বিধেয়ক পাঁচ প্রকার। যথা- ১. জাতি, ২. উপজাতি, ৩. বিভেদক লক্ষণ, ৪. উপলক্ষণ, ৫. অবান্তর লক্ষণ


প্রশ্ন-৩, যুক্তিবিদ্যায় কে প্রথম বিধেয়ক বিষয়টি অন্তর্ভুক্ত করেন?
উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল (৩৮৪-৩২২ খ্রি.পূর্ব) প্রথম যুক্তিবিদ্যায় বিধেয়ক বিষয়টি অন্তর্ভুক্ত করেন।



প্রশ্ন-৪. কোন যুক্তিবাক্যে বিধেয়ক ব্যবহার করা যায়?
উত্তর: সদর্থক যুক্তিবাক্যে বিধেয়ক ব্যবহার করা যায়।



প্রশ্ন-৫. নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক না থাকার কারণ কী?
উত্তর: নঞর্থক যুক্তিবাক্যে বিধেয়ক না থাকার কারণ হলো উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক অস্বীকার করা।



প্রশ্ন-৬. এরিস্টটল সংজ্ঞাকে কীসের অন্তর্ভুক্ত করেছেন? 
উত্তর: এরিস্টটল সংজ্ঞাকে বিধেয়কের অন্তর্ভুক্ত করেছেন।



বিধেয় ও বিধেয়ক

প্রশ্ন-৭ বিধেয় কী?
উত্তর: যে পদ কোনো পদের উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধেয় (Predicate) বলে।



প্রশ্ন-৮. একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে?
উত্তর: একটি যুক্তিবাক্যে ২টি পদ থাকে। যথা— উদ্দেশ্য ও বিধেয়। 


প্রশ্ন-৯. যুক্তিবাক্যে কোন সম্পর্ককে অস্বীকার করা হয়?
উত্তর: উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ককে অস্বীকার করা হয়।



১০. যুক্তিবাক্যে বিধেয় কীভাবে গঠিত?
উত্তর: যুক্তিবাক্যের একটি অংশ হলো বিধেয়; যা একটি শব্দ বা একাধিক শব্দের সমন্বয়ে গঠিত।



বিধেয়কের প্রকারভেদ

প্রশ্ন-১১. পরফিরির মতে বিধেয়ক কত প্রকার?  
উত্তর: পরফিরির মতে বিধেয়ক পাঁচ প্রকার।



প্রশ্ন-১২. বৃহত্তম জাতি কী?
উত্তর: যে জাতির ব্যক্ত্যর্থ সবচেয়ে বেশি হওয়ার কারণে তাকে অন্য কোন শ্রেণির অন্তর্গত করা যায় না তাকে বৃহত্তমজাতি (Summum Genus) বলা হয় ।


প্রশ্ন-১৩. কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে কী বলা হয়? 
উত্তর: কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতিকে আসন্নতম জাতি (Proximate Genus) বলে।


প্রশ্ন-১৪, অবর বা মধ্যবর্তী উপজাতি কাকে বলে?
উত্তর: বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণিসমূহকে যখন জাতির দিক থেকে বিবেচনা করা হয়, তখন তাকে অবর বা মধ্যবর্তী উপজাতি (Subaltern Species) বলা হয়।


প্রশ্ন-১৫. ব্যক্ত্যর্থের দিক থেকে কোনটি বড়?
উত্তর: ব্যক্ত্যর্থের দিক থেকে জাতি বড়।


প্রশ্ন-১৬ জাত্যর্থের দিক থেকে কোনটি বড়?
উত্তর: জাত্যর্থের দিক থেকে উপজাতি বড়।



প্রশ্ন-১৭. কোনটি জাত্যর্থের অংশ বিশেষ?
উত্তর: বিভেদক লক্ষণ জাত্যর্থের অংশ বিশেষ।


পরফিরির ছক

প্রশ্ন-১৮. যুক্তিবিদ পরফিরির মতে কোন উপজাতিটি সবচেয়ে ছোট? 
উত্তর: যুক্তিবিদ পরফিরির মতে 'মানুষ' উপজাতিটি সবচেয়ে ছোট।


প্রশ্ন-১৯. আসন্নতম জাতি বলতে কী বোঝ?
উত্তর: আসন্নতম জাতি হলো কোনো উপজাতির সবচেয়ে নিকটের জাতি।

source: অক্ষর পত্র বই
এই কন্টেন্ট এর সারবস্তু গৃহীত হয়েছে © অক্ষর পত্র প্রকাশনী বই থেকে নেওয়া হয়েছে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url